সোমবার, ২ মার্চ, ২০২০ ০০:০০ টা

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজের মর্যাদা পাচ্ছে চট্টগ্রামের হালদা নদী

শরীয়তপুর ও নেত্রকোনায় হচ্ছে দুটি ‘মৎস্য গ্রাম’

মোস্তফা কাজল

মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে চট্টগ্রামের হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজের মর্যাদা দেওয়া হচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত ঘোষণা দেবে আগামী ১৭ মার্চ। এ ছাড়া দুটি গ্রামকে ‘মৎস্য গ্রাম’ ঘোষণার উদ্যোগ নিয়েছে মৎস্য অধিদফতর। গ্রাম দুটি হচ্ছে- নেত্রকোনা জেলার সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ও শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার হালইসার। মা মাছের অভয়ারণ্য হালদা নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণা করে নদীর তীরে একটি নান্দনিক তোরণ ও নামফলক স্থাপন করবে মৎস্য গবেষণা ইনস্টিটিউট। এ জন্য মৎস্য গবেষণা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। ‘আমার গ্রাম আমার শহর’ কর্মসূচির আওতায় এসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, মুজিববর্ষকে সামনে রেখে হালদা নদী ঘিরে আরও থাকছে, প্রকল্প বাস্তবায়নে জরিপ ও তথ্য সংগ্রহ করা। নদীর মৎস্য ক্ষেত্রের চাহিদা নির্ণয় করা। জলাশয় সংস্কার, অভয়াশ্রম স্থাপন, বিল নার্সারি স্থাপন। প্রকল্পের আওতায় মাছ চাষিদের জন্য পুঁজি ও উপকরণ (যেমন-জাল)              সরবরাহ করা হবে। জেলে ও মাছ চাষিদের বিভিন্ন দল গঠনের মাধ্যমে সঞ্চয় ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। অবমুক্ত করা হবে মাছের পোনা। বিল ও প্লাবন ভূমিতে সমাজভিত্তিক মৎস্য ব্যবস্থাপনায় একটি উন্মুক্ত জলাশয়ও স্থাপন করা হবে। এ ছাড়া জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে ১০০টি জেলে পরিবারকে গাভী পালন, ১২০টি জেলে পরিবারকে ছাগল পালন, ৪৮৮টি পরিবারকে হাঁস-মুরগি ও টার্কি পালন এবং সবজি চাষে সহায়তা দেওয়া হবে।

 

সর্বশেষ খবর