সোমবার, ২ মার্চ, ২০২০ ০০:০০ টা
মেমোরিয়াল ডের অনুষ্ঠানে আইজিপি

কর্মস্থলে পুলিশ সদস্যের মৃত্যুর সংখ্যা বাড়ছেই

নিজস্ব প্রতিবেদক

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পুলিশ একটি পরিবার। দায়িত্ব পালনরত অবস্থায় এই পরিবারের সদস্যদের মৃত্যুর সংখ্যা প্রতি বছর বেড়েই চলেছে। ২০১৯ সালে আমরা ৫৫০ জন পুলিশ সদস্যকে হারিয়েছি। যাদের মধ্যে ১৭৯ জন কর্তব্যরত অবস্থায় মারা গেছেন। গতকাল রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২০’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আইজিপি বলেন, যে       কোনো দুর্যোগে পুলিশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন বলেন, সরকার নিহত পুলিশ সদস্যদের পরিবারকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানে আন্তরিক। অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালক (ডিজি) ড. বেনজীর আহমেদ বলেন, দেশের যে কোনো প্রয়োজনে পুলিশের প্রতিটি সদস্য সর্বোচ্চ ঝুঁকি নিতে প্রস্তুত।

এর আগে,  কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত এবং তাদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এবং নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ। একটি চৌকস পুলিশ দল সশস্ত্র সালাম প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

 

সর্বশেষ খবর