সোমবার, ২ মার্চ, ২০২০ ০০:০০ টা

পাঁচ অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও চাঁদপুর প্রতিনিধি

দেশের পাঁচটি মৎস্য অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা দুই মাসের জন্য নিষিদ্ধ করেছে সরকার। ইলিশের উৎপাদন বাড়াতে প্রতি বছর ১ মার্চ থেকে ৩০ এপ্রিল সব অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে মৎস্য বিভাগ। বরিশাল, ভোলা, চাঁদপুর, শরীয়তপুর ও লক্ষ্মীপুরের বিভিন্ন নদীর ৩৯২ কিলোমিটার এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। তবে অভয়াশ্রম নয় এমন নদীতে জেলেরা মাছ ধরতে পারবেন।

এদিকে  নিষেধাজ্ঞা বাস্তবায়নে গতকাল সকাল থেকে অভায়াশ্রমগুলোতে অভিযান শুরু করে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।

বরিশালের কীর্তনখোলা, কালাবদর ও আড়িয়াল খাঁ নদীর নবীনগর ও ঝুনাহর নদীর মোহনায় অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ জাল জব্দ করেছে।  তবে অপর অভয়াশ্রম পটুয়াখালীর আন্ধারমানিক নদীর ৪০ কিলোমিটার এলাকায় নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এই ৩ মাস মাছ ধরা নিষিদ্ধ ছিল।

বিভাগীয় মৎস্য অধিদফতরের উপ-পরিচালক মো. আজিজুল হক জানান, নিষেধাজ্ঞাকালীন কোনো জেলে অভয়াশ্রম এলাকায় মাছ ধরতে পারবেন না। তবে অভয়াশ্রম নয় এমন নদীতে জেলেরা মাছ ধরতে পারবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর