সোমবার, ২ মার্চ, ২০২০ ০০:০০ টা

শাহজালালে জুতায় দেড় কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক

হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মো. পাশা নামে সোনা চোরাকারবারি চক্রের এক সদস্যকে আটক করেছেন বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা। এ সময় তার কাছ থেকে প্রায় দেড় কেজি ওজনের ১৫টি সোনার বার উদ্ধার করা হয়। গতকাল সকালে বিমানে ওঠার আগে তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনার বারগুলো ভারতে পাচার করার কথা ছিল। বিমানে ওঠার আগে অসুস্থতার ভান করার পরও পাশার শরীর তল্লাশি করার সময় অবৈধভাবে সোনা বহনের বিষয়টি ধরা পড়ে। জব্দ সোনার মূল্য আনুমানিক ৭৫ লাখ টাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান বলেন, বিমানে ওঠার আগে বিমানবন্দরের বহির্গমন বোর্ডিং ব্রিজ-১১-এর চেকিং লাইনে খুঁড়িয়ে হাঁটছিলেন পাশা। তাকে জুতা খুলে চেকিংয়ে আসার অনুরোধ করেন এভসেক সদস্য করপোরাল মোস্তাফিজ। এ সময় জুতা খুলতে অস্বীকৃতি জানান তিনি। এ ছাড়া ওই কর্মকর্তাকে ঘুষের প্রস্তাবও দেন। তাকে জুতা খুলতে বাধ্য করার পর এর ভিতরে লুকানো অবস্থায় ১৪টি সোনার বার পাওয়া যায়।

এভিয়েশন সিকিউরিটি পরিচালক উইং কমান্ডার ওবায়দুর রহমান বলেন, আটক পাশা ঢাকা থেকে কলকাতাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রী ছিলেন।

তার কাছ থেকে দেড় কেজি ওজনের ১৫টি সোনার বার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর