শিরোনাম
সোমবার, ২ মার্চ, ২০২০ ০০:০০ টা

বছরজুড়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে বিএনপি। ২০২১ সালে দেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি হবে। এ উপলক্ষে বছরজুড়েই কর্মসূচি হাতে নেবে দলটি। আগামী ২৬ মার্চ চট্টগ্রাম কালুরঘাট থেকে এ কর্মসূচি শুরু করবে বিএনপি। শেষ হবে ২০২১ সালের ২৬ মার্চ। এ লক্ষ্যে প্রথমবারের মতো বৈঠকে বসছে বিএনপির গঠিত বিশেষ উদযাপন কমিটি। চলতি মাসের প্রথম সপ্তাহে গুলশানের চেয়ারপারসন কার্যালয় বা স্থায়ী কমিটির সদস্য বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ  হোসেনের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই প্রাথমিক একটি খসড়া তৈরি হয়েছে। প্রথম বৈঠকে কমিটির কর্মকৌশল ও কর্মপন্থা নির্ধারণ করা হবে। ড. মোশাররফ হোসেন ছাড়াও এ কমিটির সদস্যরা হচ্ছেন- স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান।

 এ প্রসঙ্গে ড. মোশাররফ বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালনের সিদ্ধান্ত হয়েছে। সে লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এখনো সার্বিক কর্মপরিকল্পনা ঠিক করা হয়নি। শিগগিরই বৈঠক হওয়ার কথা রয়েছে। দলীয় একটি সূত্র জানায়, ৫০ বছর পূর্তিকে সামনে রেখে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভূমিকা, সেক্টরে নেতৃত্বদান, দলের মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন অবদান নিয়েও কাজ করার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। এ আয়োজনে মুক্তিযোদ্ধা দল, মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত থাকবে। এ ছাড়া আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের বন্ধুদের সম্মানিত করার চিন্তাভাবনা করা হচ্ছে। তবে মুজিববর্ষ পালন করা হবে কিনা- সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি দলটি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর