সোমবার, ২ মার্চ, ২০২০ ০০:০০ টা

নারী-শিশু নির্যাতনে প্রতিরোধ গড়ে তুলুন : ১৪ দল

নিজস্ব প্রতিবেদক

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।

তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের যথাযথ সম্মান দিয়েছেন। নারী নির্যাতন প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিয়েছেন। তাই মুজিববর্ষে আমাদের  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মুজিববর্ষে যদি সকল অপশক্তিকে পরাজিত করতে পারি তাহলেই আমাদের এই বর্ষ পালন সার্থক হবে। গতকাল বিকালে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের সামনে আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। মুজিববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দল এ আয়োজন করে।  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী ও শাজাহান খান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু প্রমুখ।

 সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও অ্যাডভোকেট কামরুল ইসলাম, তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, মেহের আফরোজ চুমকি, আবু আহম্মেদ মন্নাফি, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক সংসদ সদস্য সারা বেগম কবরী, জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, কণ্ঠশিল্পী রফিকুল আলম প্রমুখ। আমির হোসেন আমু বলেন, যে দেশের প্রধানমন্ত্রী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে অবদানের জন্য পুরস্কার পান সেই দেশে নারী নির্যাতন চলতে পারে না। আমাদের যে কোনো মূল্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করতে হবে। মুজিববর্ষে সকল অপশক্তিকে পরাজিত করতে পারলেই আমাদের এই বর্ষ পালন সার্থক হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর