মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

তৃণমূলে বাড়ছে রাজনৈতিক সংঘাত

খুলনায় প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা নিহত

সামছুজ্জামান শাহীন, খুলনা

তৃণমূলে বাড়ছে রাজনৈতিক সংঘাত

ক্ষমতার দ্ব›দ্ব, টেন্ডারবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনার তৃণমূলে রাজনৈতিক সংঘাত বাড়ছে। অধিকাংশ ক্ষেত্রে বড় দুই দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাই অন্তর্দ্ব›েদ্ব জড়িয়ে পড়ছে। গতকাল খুলনার কয়রায় প্রতিপক্ষের হামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল (২৮) নিহত হলে রাজনৈতিক সংঘাতের বিষয়টি আলোচনায় আসে।  জানা যায়, রবিবার বিকালে কয়রার বাগালি ইউনিয়নের বাইলহারানিয়া বাতিকাটা খালের নির্মাণাধীন ব্রিজের কাজকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগ নেতা হাদিউজ্জামান রাসেলসহ ইয়াছিন আরাফাত (১৯), রাজু (২২), আব্দুল্লাহ (২৯), আবুল হাসান (২০) ও সেলিম (৩২) আহত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গতকাল সকালে ঢাকায় নেওয়ার পথে হাদিউজ্জামানের মৃত্যু হয়। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বলেন, নকশা অনুযায়ী নির্মাণাধীন ব্রিজটিকে আগের অবস্থান থেকে দুই ফুট সরানোকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।  এর আগে ২৫ ফেব্রুয়ারি জেলা পরিষদের ঘাটের ইজারা নিয়ে টেন্ডারবাজির ঘটনায় নগরীর ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সত্তার খলিফা, যুবলীগ নেতা জলিল তালুকদারকে মারপিট করে প্রতিপক্ষরা। ওই ঘটনায় জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যেও বাদানুবাদ হয়েছে। একই দিন মহানগর যুবদলের দুপক্ষের সংঘর্ষে আহত হয় ৫ নেতা-কর্মী। সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই খুদা বলেন, বর্তমান রাজনীতি আদর্শিক নয় পুঁজির (অর্থ) দিকে ধাবিত হয়। ফলে হাইব্রিডসহ নানা স্বার্থন্বেষী মহল রাজনীতিতে অনুপ্রবেশ করে। যার জন্য সংঘাত অনিবার্য হয়ে পড়ে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী বলেন, কিছু বিক্ষিপ্ত ঘটনা তৃণমূলে ঘটছে। তবে গত ২৯ ফেব্রুয়ারি দলের বর্ধিত সভায় কেউ বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর