মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০ ০০:০০ টা
তৃণমূলের কমিটি

সিলেট বিএনপিতে বিদ্রোহ স্বেচ্ছাচারিতার অভিযোগ

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন নিয়ে নতুন পথ যখন খুঁজছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা ঠিক তখন বিদ্রোহ আর বিভক্তি দেখা দিয়েছে সিলেট বিএনপিতে। জেলা বিএনপির আওতাধীন ১৮ শাখার কমিটি ঘোষণার পরদিনই তা প্রত্যাখ্যান করে আহ্‌বায়কের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন দলের একাংশের নেতারা। ঘোষিত কমিটি তৃণমূলে বিভক্তি সৃষ্টির পাশাপাশি চলমান আন্দোলন ব্যাহত করবে বলেও দাবি করছেন তারা। গত শনিবার রাতে সিলেটের ১৩টি উপজেলা ও ৫টি পৌরসভা শাখার আহ্‌বায়ক কমিটি অনুমোদন দেন জেলা বিএনপির আহ্‌বায়ক কামরুল হুদা জায়গীরদার। প্রতিটি কমিটিতে একজন আহ্‌বায়ক করে ২০ জনকে সদস্য রাখা হয়। গণমাধ্যমে ২১ সদস্যের এই কমিটি প্রকাশের পরই জেলা আহ্‌বায়ক কমিটির একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। গত রবিবার আহ্‌বায়ক কমিটির ৯ সদস্য কমিটিগুলো প্রত্যাখ্যান করে আহ্‌বায়কের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন। 

কমিটি প্রত্যাখ্যানকারী নেতাদের দাবি, ঘোষিত কমিটিগুলোতে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে। এতে উপজেলা ও পৌর শাখাগুলোতে দলের মধ্যে বিভক্তি বাড়বে। ফলে খালেদা জিয়ার মুক্তির চলমান আন্দোলন সিলেটে দুর্বল হয়ে পড়বে। এ ব্যাপারে আহ্‌বায়ক কমিটির সদস্য নাজিম উদ্দিন লস্কর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জেলা কমিটি বসে আলোচনার ভিত্তিতে সব উপজেলা ও পৌর শাখার আহ্‌বায়ক নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে ফের আলোচনা করে আহ্‌বায়ক কমিটি পূর্ণাঙ্গ করার কথা ছিল। কিন্তু জেলার আহ্‌বায়ক কামরুল হুদা জায়গীরদার কারও সঙ্গে কোনো আলোচনা করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিটি ইউনিটে ২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে তৃণমূলে মারাত্মক অসন্তোষ দেখা দিয়েছে। তবে স্বেচ্ছাচারিতার অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির আহ্‌বায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, দলের জন্য ত্যাগী ও আন্দোলনে সক্রিয় নেতাদের দিয়েই তৃণমূলের কমিটিগুলো করা হয়েছে। জেলা বিএনপির আহ্‌বায়ক কমিটির যেসব সদস্য এই কমিটির বিরোধিতা করছেন তারা দলের ক্ষতি করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর