মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০ ০০:০০ টা
চট্টগ্রাম মেডিকেল

প্রভাব বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৮

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেলে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা ও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্যাম্পাসে সংঘটিত এই ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ক্যাম্পাসে পুলিশও মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক ভুইয়া বলেন, ‘অধ্যক্ষের কার্যালয়ের নিচে দুই পক্ষ মুখোমুখি হয়। এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে মারামারিতে জড়ায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালের জরুরি বিভাগের সামনে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’ চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শামীম হাসান বলেন, ‘দুপুরে একটি পক্ষ ছাত্রাবাস মেরামতের দাবি-দাওয়া নিয়ে আমার কাছে আসে। ওই পক্ষটি বের হওয়ার পর পর ছাত্র সংসদের নেতারা অধ্যক্ষ কার্যালয়ে প্রবেশ করে। কিন্তু ভিতরে একটি সংস্থার লোক থাকায় তাদের সঙ্গে কথা বলিনি। পরে কার্যালয় থেকে বের হয়ে নিচে দুই পক্ষ মারামারিতে লিপ্ত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর