মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

গণফোরাম থেকে চার নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় স্বার্থবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দুই সাংগঠনিক সম্পাদকসহ চার কেন্দ্রীয় নেতাকে সাংগঠনিক ও প্রাথমিক সদস্যপদ বহিষ্কার করেছে গণফোরাম। তবে শৃঙ্খলা ভঙ্গ সংশ্লিষ্ট বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘ক্রমাগতভাবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় স্বার্থবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিসের জবাব না দিয়ে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকান্ড ও উচ্ছৃঙ্খল আচার-আচরণ অব্যাহত রাখায় গণফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান সিদ্দিকুর রহমান এবং প্রবাসীকল্যাণ সম্পাদক আবদুল হাছিব চৌধুরীকে সংগঠনের বৃহত্তর স্বার্থে গণফোরামের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারসহ সংগঠনের সব দায়দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর