মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

নিত্যপণ্য আমদানিতে সর্বোচ্চ সুদ হার ৯ শতাংশ নির্ধারণ

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক

নিত্যপণ্য আমদানির ক্ষেত্রে ঋণের সুদ হার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে ভোগ্যপণ্য আমদানিতে অন্যান্য ঋণের মতো নতুন এই হার নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা জারি করেছে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১ এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ব্যতীত সব খাতে অশ্রেণিকৃত ঋণের ওপর সর্বোচ্চ ৯ শতাংশ সুদ হার কার্যকর করা হয়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে অশ্রেণিকৃত ঋণের সুদহার ৯ শতাংশ হবে। কিন্তু আসন্ন রমজানকে সামনে রেখে ব্যবসায়ীরা এখনই নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানি শুরু করেছে। ফলে আসন্ন রমজানে ভোগ্যপণ্য মূল্যের ঊর্ধ্বগতি রোধে অবিলম্বে সর্বোচ্চ সুদ হার নীতিমালা বাস্তবায়ন করতে হবে। ভোগ্যপণ্য হিসেবে  ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পিয়াজ, মসলা, খেজুর, ফলমূল এবং চিনি আমদানি অর্থায়নে সর্বোচ্চ সুদ হার ৯ শতাংশ নির্ধারণ করা হলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর