মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০ ০০:০০ টা
নুসরাত হত্যা মামলা

ডেথ রেফারেন্স শুনানিতে বেঞ্চ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

ফেনীর মাদ্রাসাশিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার ডেথ রেফারেন্স (মৃত্যুদন্ডাদেশ অনুমোদন) ও আসামিদের আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বিচারপতি সৌমেন্দ্র সরকার ও শাহেদ নুর উদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই শুনানি হবে বলে গতকাল সাংবাদিকদের জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাই কোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান। এর আগে গত ৩০ জানুয়ারি অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক (মামলার যাবতীয় নথি) ছাপানো শেষ করা হয়। পরে প্রয়োজনীয় কাজ শেষে শুনানির জন্য মামলাটি প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করা হয়। গত বছরের ২৯ অক্টোবর আসামিদের মৃত্যুদন্ডাদেশ অনুমোদনের জন্য মামলার যাবতীয় নথি হাই কোর্টে পৌঁছে। ফৌজদারি কার্যবিধি অনুসারে বিচারিক আদালতে মৃত্যুদন্ডাদেশ হলে মৃত্যুদন্ডাদেশ অনুমোদনের জন্য মামলার যাবতীয় কার্যক্রম উচ্চ আদালতে পাঠাতে হয়। সে অনুসারে ডেথ রেফারেন্স হাই কোর্টে আসে। এ ছাড়া আসামিরাও আপিল করেছে। এর আগে গত বছরের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে অধ্যক্ষ সিরাজসহ ১৬ জনের মৃত্যুদন্ডাদেশ দেয় আদালত। পাশাপাশি প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদন্ডও করে আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর