বুধবার, ৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে বাড়ছে হতাহত বাড়ছে অসচেতনতা

অগ্নিকাণ্ড

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

অগ্নি দুর্ঘটনায় চট্টগ্রাম বিভাগে ২০১৮ সালে মারা যান ৬ জন। কিন্তু ২০১৯ সালে মারা যান পাঁচগুণের বেশি- ৩৩ জন। পক্ষান্তরে ২০১৮ সালে অগ্নি দুর্ঘটনায় আহত হন ২৭ জন এবং ২০১৯ সালে আহত হন ৫১ জন।  ২০১৮ সালে অগ্নি দুর্ঘটনা ঘটেছে ১ হাজার ৩৭০টি এবং ২০১৯ সালে ঘটেছে ১ হাজার ৯১৮টি। এভাবে চট্টগ্রাম বিভাগে অগ্নি দুর্ঘটনার সংখ্যা ক্রমাগত হারে বাড়ছে। সঙ্গে বাড়ছে আহত এবং নিহতের সংখ্যা, বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। সাধারণ মানুষের অসতর্কতা ও অসচেতনতার কারণে অসময়ে ঘটে চলেছে অগ্নি দুর্ঘটনার মতো মর্মান্তিক ঘটনা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলা নিয়ে চট্টগ্রাম বিভাগ গঠিত। সর্বশেষ গত রবিবার গভীর রাতেও চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায়  অগ্নি দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন আহত হন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দন কানন স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ‘আমরা প্রতিনিয়তই অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা লিফলেট, প্রয়োজনীয় প্রস্তুতি মহড়া, সংশ্লিষ্ট এলাকায় নোটিসসহ নানা কার্যক্রম পরিচালনা করে থাকি। তবুও প্রতিনিয়তই অগ্নি দুর্ঘটনা বাড়ছে।’

সর্বশেষ খবর