বুধবার, ৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

কুমিল্লা-সিলেট মহাসড়কে ১৮ কি.মি. যানজট

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লা অংশে প্রতিদিন প্রায় ১৮ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হচ্ছে। মুরাদনগরের কোম্পানীগঞ্জ, দেবিদ্বার উপজেলার চরবাকর, বুড়িচং উপজেলার কংসনগর বাজার ও দেবপুর এলাকা পর্যন্ত ১৮ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ১০ ঘণ্টা স্থায়ী যানজটের সৃষ্টি হয়। এতে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে। গতকালও মুরাদনগর উপজেলার গকুলনগর থেকে দেবিদ্বার উপজেলার চরবাকর বাস স্টেশন পর্যন্ত কয়েক শ পরিবহন আটকে থাকতে দেখা যায়। এর সঙ্গে যোগ হয় ঝড়বৃষ্টির দুর্ভোগ। দেবিদ্বারের বাসিন্দা সাইফুল ইসলাম ও কোম্পানীগঞ্জের এন এ মুরাদ জানান, ‘বিকল্প সড়ক না রেখে, ফুটপাথ দখলমুক্ত না করে একপাশ সম্পূর্ণ বন্ধ করে সড়ক সংস্কারের কাজ করায় দেবিদ্বার সদরে যানজট লেগে আছে।

মুরাদনগরের কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাক্টরের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। ট্রাক্টর গোমতীর চর থেকে মাটি নিয়ে বেড়িবাঁধ দিয়ে মহাসড়কে উঠে যানজট সৃষ্টি করছে। দ্রুত এসব সমস্যার সমাধান করা প্রয়োজন।’

 

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুর রব বলেন, কোম্পানীগঞ্জের যানজট নিরসনে প্রতিদিনই আমাদের টিম কাজ করছে।’

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, ‘সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে সংস্কার কাজটি দ্রুত শেষ করার অনুরোধ জানিয়েছি।’

সড়ক ও জনপথ বিভাগ, কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, ‘জনদুর্ভোগ বিবেচনা করে সংশ্লিষ্ট ঠিকাদারদের বলেছি তিন মাসের মধ্যে কাজ সম্পন্ন করতে।’

সর্বশেষ খবর