বুধবার, ৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

একুশে পদকপ্রাপ্ত শুদ্ধানন্দ মহাথের আর নেই

নিজস্ব প্রতিবেদক

একুশে পদকপ্রাপ্ত শুদ্ধানন্দ মহাথের আর নেই

কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ ও একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ধর্মগুরু সংঘনায়ক ভদন্ত শুদ্ধানন্দ মহাথের আর নেই। গতকাল সকাল ৮টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবিবৃতিতে প্রধানমন্ত্রী শুদ্ধানন্দ মহাথেরের আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ভক্ত-শিষ্য-অনুরাগী ও ভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে শেখ হাসিনা বলেন, অহিংস মতাদর্শের অগ্রদূত শুদ্ধানন্দ মহাথের ছিলেন সমাজসেবায় আত্মনিবেদিত এক মানবতাবাদী ও শান্তির দূত। ধর্ম-বর্ণ-গোত্র-সম্প্রদায় নির্বিশেষে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সৃষ্টি ও বাঙালির ভ্রাতৃত্ববোধকে সুসংহত করতে শুদ্ধানন্দ মহাথেরের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার প্রয়াণ বাংলাদেশ ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আলাদা শোকবার্তায় বৌদ্ধ এ ধর্মগুরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আরেক বার্তায় শোক প্রকাশ করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

শুদ্ধানন্দ মহাথের তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পদুয়ায় এক সম্ভ্রান্ত বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা বংঘ চন্দ্র বড়ুয়া এবং মা রেবতী বালা বড়ুয়া। ভদন্ত শুদ্ধানন্দ মহাথের প্রয়াত বিশুদ্ধানন্দ মহাথেরের স্বনামধন্য শিষ্য। সমাজসেবায় অবদানের জন্য ২০১২ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। এর আগে ১৯৯৭ সালে অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, ২০০৫ সালে বাংলা একাডেমি ফেলো, ২০০৭ সালে মহাত্মা গান্ধী শান্তি পদক এবং ভারতসহ দেশ-বিদেশের অনেক সম্মাননা লাভ করেন।

সর্বশেষ খবর