শিরোনাম
বুধবার, ৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

মুজিববর্ষ উপলক্ষে বাড়িঘরে রং করার নোটিস

প্রতিদিন ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীর প্রধান সড়কের পাশের বাড়িঘর রং করার জন্য বাড়ির মালিকদের কাছে চিঠি পাঠিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কলাবাগানের বাসিন্দা শাম্মী আক্তার কয়েক দিন আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে চিঠি পেয়েছেন। সেখানে তাকে বাড়ি রং ও সংস্কার করাতে বলা হয়েছে। যদিও মাত্র দুই বছর আগেই তিনি বাড়ি রং করিয়েছেন। তিনি বলেন, ‘সিটি করপোরেশনের লোকজন এসে বলে গেছে, মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে আমার বাড়ি রং করতে হবে। দেখুন, দুই বছর আগে রং করিয়েছি। এখন আবার নাকি করাতে হবে।’ তিনি বলেন, ‘এটা করানোর দরকার হলে তারাই টাকা খরচ করে করিয়ে দিক। আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে কেন?’ খবর, বিবিসি বাংলার। এদিকে গতকাল জাতীয় পত্রিকাগুলোতে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তিও দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সেখানে বলা হয়েছে, ‘মুজিববর্ষ’ উপলক্ষে শহরকে দৃষ্টিনন্দন করতে গুরুত্বপূর্ণ সড়কসমূহ সজ্জিত ও আলোকসজ্জা করা হচ্ছে। সে কারণে সড়কের পাশে বাড়ি/স্থাপনা, গেট ও সীমানা প্রাচীর প্রয়োজনীয় সংস্কার ও রং করা প্রয়োজন। এতে শহরের সৌন্দর্য বাড়বে।

স্থানীয় সরকার কর্তৃপক্ষের নির্দেশে রং করতে বাধ্য করার ঘটনা খুব বিরল। যদিও এর আগে ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ চলার সময় যানবাহন ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে সব বাড়িতে নতুন রং করার নির্দেশ দিয়েছিল সরকার।

সর্বশেষ খবর