বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০ ০০:০০ টা
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ

১৭ বছর পর কমিটি তাও বিতর্কিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অবশেষে নানাবিধ ‘বির্তক’ নিয়ে ১৭ বছর পরেই চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ঘোষিত কমিটিতে ছাত্র ইউনিয়ন, বিবাহিত, ছাত্রত্ব নেই, ব্যাংকার, নাশকতা মামলার আসামি, বিএনপি নেতার ভাই, ইয়াবা ব্যবসায়ী, টেন্ডারবাজ, শিবির সাথী, বয়স ৪০ ছুঁইছুঁই, জামায়াত পরিবারের সন্তান, প্রধানমন্ত্রী নিয়ে কটূক্তিসহ নানাবিধ বিতর্কিত নেতাও স্থান পেয়েছেন। ২০০৩ সাল থেকেই আহ্বায়ক কমিটি ছিল দক্ষিণ জেলা ছাত্রলীগে। গঠনতন্ত্র মোতাবেক ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি হওয়ার কথা থাকলেও ২৫১ জনের কমিটিতে সহসভাপতিই করা হয়েছে ৬০ জন। এসব নিয়ে দক্ষিণ চট্টগ্রামের তৃণমূল নেতাদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তবে কমিটিকে মন্দের ভালো আখ্যা দিয়ে কেউ কেউ আবার খুশি হয়েছেন। এতে এবার নতুন নেতৃত্ব তৈরিসহ নানাবিধ সুফল আসতে পারে বলেও জানান দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান অধিকাংশ ত্যাগী ও যোগ্য নেতা। গতকাল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত ২৫১ জনের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এখানে সহসভাপতি করা হয়েছে ৬০ জন। এ বিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। দলীয় সূত্রে জানা গেছে, সদ্য ঘোষিত কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্থান পাওয়া নেতাদের মধ্যে দক্ষিণের সহসভাপতি মনজুর আলম, ফয়সাল জামি সাকি, আবদুল্লাহ আল মামুন, সাইদুর রহমান জিহান, সহসভাপতি জয়নাল আবেদিন ফরহাদ, মোহাম্মদ মুছা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বদরুদ্দোজা জুয়েল, আজিজুল হক তুহিন, তথ্য ও গবেষণা সম্পাদক সুমি আক্তার রাইসা সাংগঠনিক সম্পাদক পদে কলিমুল্লাহ, হামিদ হোসাইন, তসলিম উল্লাহ চৌধুরী, গ্রন্থনা ও প্রকাশনা উপসম্পাদক গাজী আমিনুর রশিদ, শিক্ষা ও পাঠচক্র উপসম্পাদক ফিরোজুল ইসলাম মুন্না, সাংস্কৃতিক উপসম্পাদক দাউদ মানিকসহ আরও কিছু নেতা নানাভাবে বিতর্কিত।

ঘোষিত কমিটির সহসভাপতি পদে দায়িত্বপ্রাপ্ত ব্যাংকার জয়নাল আবেদিন ফরহাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি শর্ট কমিটিতে ছিলাম। কিন্তু বয়স চলে যাচ্ছে বলেই দ্রুত চাকরিতে যোগদান করেছি। চাকরির কারণ এবং কমিটিতে নতুন কেউ আসতে ছাত্রলীগের কমিটি থেকে না রাখতে বলেছি। কিন্তু আজ (বুধবার) দেখলাম, কিছু অছাত্র, বয়স্ক ও বির্তকিত কিছু লোক নিয়েই কমিটি ঘোষণা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর