বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ তিনজন আহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম ষোলশহর স্টেশন থেকে কয়েকশ গজ দূরে ফরেস্ট গেট এলাকায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে লোকোমাস্টারসহ তিনজন আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, রেললাইনের স্লিপারবাহী ওয়াগন লাইন পরিবর্তনের জন্য ফরেস্ট গেট এলাকায় এলে একই লাইনে অপরদিক থেকে আসা শাটল ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা ট্রেনটিকে ষোলশহর                স্টেশনে ঢুকতে দেওয়ার জন্য মালবাহী ট্রেনকে তিন নম্বর লাইনে শান্টিং (পার্কিং) করতে সামনের দিকে নেওয়া হয়। শাটল ট্রেনকে আগেই সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু সিগন্যাল না মেনে ট্রেনটি সামনের দিকে চলে আসে। এ সময় শাটল ট্রেন ও ওয়াগনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ওয়াগনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় আহতরা হলেন ওয়াগনের লোকোমাস্টার শেখ আবদুল্লাহ হিল বাকি এবং শাটল ট্রেনে থাকা পুলিশ সদস্য মিজান ও শরীফ। এ ব্যাপারে বিভাগীয় পরিবহন কর্মকর্তা ওমর ফারুককে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে রিপোর্ট দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

 কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন ডিভিশনাল ইঞ্জিনিয়ার (ডিএন-২) হামিদুর রহমান, ডিভিশনাল সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার জাহিদ আবেদিন পাটোয়ারী ও সহকারী মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জাহিদ হাসান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর