বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

ফের বড় দরপতন শেয়ারবাজারে

দুই দিনে যা বাড়ে একদিনেই তা কমে

নিজস্ব প্রতিবেদক

ফের বড় দরপতন শেয়ারবাজারে

চলতি সপ্তাহের দুই দিন উত্থানের পর গতকাল বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে। দুই কার্যদিবসে সূচক যত পয়েন্ট বেড়েছিল এক দিনেই তা কমে গেছে। জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছ ৪ হাজার ৪১০ পয়েন্টে। আগের দুই দিনে সূচক বেড়েছিল ৫৫ পয়েন্ট। ডিএসইতে লেনদেন হয়েছে ৫১০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয়েছিল ৬০৯ কোটি ৬ লাখ টাকার। ডিএসইতে ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৪৩টির এবং ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে টাকার পরিমাণে সবচেয়ে বেশি অর্থাৎ ১৩ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে সিলভা ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১১ কোটি ২৯ লাখ টাকর ওরিয়ন ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ১০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এস কে ট্রিমসের।

এ ছাড়া ডিএসইতে টপটেন লেনদেন থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ভিএফএস থ্রেড ডাইং, সায়হাম টেক্সটাইল, লাফার্জ হোলসিম, গ্ল্যাক্সোস্মিথক্লাইন, ফার কেমিক্যাল, স্কয়ার ফার্মার এবং ওরিয়ন ইনফিউশন। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৯১ পয়েন্টে। সিএসইতে হাতবদল হওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর। সিএসইতে ২০ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর