বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

অবসরের আগে বিদেশে প্রশিক্ষণ আপত্তি সংসদীয় কমিটির

নিজস্ব প্রতিবেদক

অবসরের আগে বিদেশে প্রশিক্ষণে আপত্তি জানিয়েছে সংসদীয় কমিটি। কমিটির সদস্যরা বলেন, দেখা যায় বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে এসে কর্মক্ষেত্রে তা প্রয়োগের আগেই অনেক সরকারি কর্মকর্তা অবসরে চলে যান। এ জন্য অবসরে যাওয়ার অন্তত চার বছর আগে সরকারি কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণে পাঠানোর শর্ত যুক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বিদেশি প্রশিক্ষণের অভিজ্ঞতা কর্মক্ষেত্রে কাজে লাগানোর জন্য এ বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার বৈঠকে অংশ নেন। কমিটি সূত্র জানায়, বৈঠকে একজন সদস্য বিদেশে প্রশিক্ষণের বিষয়টি উত্থাপন করে বলেন, মাটি কাটা, পুকুর খনন দেখার মতো বিষয়ে প্রশিক্ষণ নিতেও বিদেশ যাচ্ছেন কর্মকর্তারা। আবার এমন কর্মকর্তারাও সরকারি টাকা খরচ করে প্রশিক্ষণে যাচ্ছেন, যারা কিছুদিন পরই অবসরে যাবেন। ফলে এই প্রশিক্ষণ দেশের কোনো কাজে লাগে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর