বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

ফেব্রুয়ারিতে ধর্ষণ ১১৪ শিশু রয়েছে ৭৪ জন

মহিলা পরিষদের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের ফেব্রুয়ারিতে সারা দেশে ধর্ষণের শিকার হয়েছে ১১৪ জন। এর মধ্যে শিশুই রয়েছে ৭৪ জন। দেশের ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে তৈরি করা এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে বাংলাদেশ মহিলা পরিষদ। প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে ১১৪টি ধর্ষণের ঘটনাসহ মোট ৩৩৭ জন নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। ১১৪ জনের মধ্যে শুধু ধর্ষণের শিকার হয়েছে ৮০ জন, গণধর্ষণের শিকার হয়েছে ২৪ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে নয়জনকে এবং ধর্ষণের কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে একটি। এ ছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৯ জনকে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে শ্লীলতাহানির শিকার হয়েছে ছয়জন, যৌন নির্যাতনের শিকার হয়েছে ১০ জন এবং উত্ত্যক্ত করা হয়েছে ১৪ জনকে। এ ছাড়া অগ্নিদগ্ধের শিকার হয়েছে চারজন। তার মধ্যে মৃত্যু হয়েছে দুজনের। এ ছাড়া নারী অপহরণের ঘটনা ঘটেছে মোট ১৩টি এবং একজনকে পাচার করা হয়েছে। শুধু ফেব্রুয়ারিতে যৌতুকের কারণে নির্যাতন করা হয়েছে নয়জনকে। তার মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। বিভিন্ন কারণে  ৪৩ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১৬ জন। বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে ২৮ জন, যার মধ্যে আত্মহত্যা করেছে ২২ জন। ১৯ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। পাশাপাশি ফতোয়ার শিকার হয়েছে দুজন। গত মাসে বাল্যবিয়ের ঘটনা ঘটেছে ১৮টি, যার মধ্যে প্রতিরোধ করা হয়েছে ১৬টি। জোরপূর্বক বিয়ে দেওয়া হয় একজনকে এবং সাইবার ক্রাইমের শিকার হয় সাতজন। এ ছাড়া নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে নয়জন নারী ও শিশু।  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর