বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

মোদি এলে জাতি কলঙ্কিত হবে : পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ভারতের বিরুদ্ধে মুসলিম নির্যাতন, গণহত্যা ও মসজিদে অগ্নিসংযোগের অভিযোগ এনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ হয়েছে। গতকাল বিকালে বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর চরমোনাই। তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির প্রশ্রয়ে দিল্লিতে হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক উন্মাদনায় মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পিত গণহত্যা চালানো হয়েছে। দিল্লির মসজিদ-মাদ্রাসাগুলোতে অগ্নিসংযোগ করে লুটতরাজ চালাচ্ছে। মুসলমানদের হত্যা করে লাশ নর্দমায় লুকিয়ে রেখেছে। এমন একজন বিতর্কিত মানুষকে স্বাধীনতার মাসে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো একদিকে যেমন মুজিববর্ষকে কলঙ্কিত করা হবে, অন্যদিকে স্বাধীনতার চেতনাকে ভূলণ্ঠিত করে গোটা জাতিকে অপমান করার শামিল। এ সময় তিনি ভারতে গণহত্যা বন্ধের দাবিতে ৬ মার্চ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেন। নগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ।

আশরাফুল আলম, মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম প্রমুখ। পরে একটি মিছিল বের হয়ে বিজয়নগর নাইটেঙ্গেল পৌঁছলে পুলিশ গতিরোধ করে। এ নিয়ে কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর