শুক্রবার, ৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

অপরাধী যেই হোক শেখ হাসিনা কাউকে ছাড় দেন না : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধীকে অপরাধী হিসেবে দেখেছি। অপরাধীরা নজরদারিতে রয়েছে। অপরাধী যেই হোক না কেন, শেখ হাসিনা কাউকে ছাড় দেন না। তার প্রমাণ তিনি বারবার দিয়েছেন। আমরা অপকর্মকারীকে আইনের আওতায় আনতে কখনো বিব্রত বোধ করিনি। গতকাল আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে মুজিববর্ষ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পিরোজপুরের জেলা দায়রা জজ বদলির ঘটনায় আওয়ামী লীগের অবস্থান কী জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমরা বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি, আইনের শাসনে বিশ্বাস করি। আমাদের অবস্থান থেকে একচুলও নড়িনি। আইন ও বিচার বিভাগের মধ্যে যদি কোনো বিষয়ে বিচ্যুতি বা ভুল বোঝাবুঝি হয়, সে বিষয়ে সমাধান তারাই করবে। এটা সম্পূর্ণ তাদের এখতিয়ার। এ বিষয় নিয়ে আমাদের দলীয়ভাবে মন্তব্য করা সমীচীন নয়। এর আগে বৈঠকে চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আবদুর রহমানকে সমন্বয়ক হিসেবে নাম ঘোষণা করেন। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ অনেকে উপস্থিত ছিলেন।

যেখানে-সেখানে বঙ্গবন্ধুর ম্যুরাল নয় : এদিকে বিকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে এক কর্মসূচিতে অংশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমতি ছাড়া মুজিববর্ষে অতিউৎসাহী হয়ে যেখানে-সেখানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল করা যাবে না। এখানে-ওখানে ম্যুরাল করা একটা ফ্যাশন হয়ে গেছে। অনেক জায়গায় অনেকে প্রস্তুতি নিচ্ছেন। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমতি ছাড়া কোথাও কোনো ম্যুরাল স্থাপন করা যাবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর