শুক্রবার, ৬ মার্চ, ২০২০ ০০:০০ টা
একুশ বছর ধরে প্রতীক্ষা

যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার বিচার হয়নি আজও

নিজস্ব প্রতিবেদক, যশোর

একুশ বছর ধরে সুবিচারের প্রতীক্ষায় রয়েছেন উদীচীর নেতা-কর্মীরা। আজ ৬ মার্চ। ১৯৯৯ সালের এই দিন মধ্যরাতে যশোর টাউন হল ময়দানে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনের শেষ দিনের অনুষ্ঠানে ভয়াবহ দুটি বোমা বিস্ফোরণে প্রাণ হারান ১০ জন। শতাধিক নারী-পুরুষ পঙ্গু হয়েছেন সারা জীবনের জন্য। সরকার মামলা করেছিল। বিচারও হয়েছিল। কারও সাজা হয়নি। এখন দাবি উঠেছে মামলাটির পুনঃতদন্তের ভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে দেওয়া হোক।সাংবাদিক-সাংস্কৃতিক কর্মী ফারাজী আহমেদ সাঈদ বুলবুল বলেন, পিবিআই অনেক বড় বড় পুরনো মামলার তদন্তে সাফল্য দেখিয়েছে। উদীচী মামলাটিও পিবিআইকে দিয়ে করানো যেতে পারে। তাহলে উদীচী হত্যাকান্ডে জড়িত প্রকৃত আসামিদের শনাক্ত করা সম্ভব হতে পারে। সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম বলেন, একুশ বছর আগে যে শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছিল তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এখনো সম্ভব। সবকিছু নতুন করে শুরু করতে হবে। মামলাটির পুনঃতদন্ত হতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর