শুক্রবার, ৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

অবশেষে সিলেটে শ্রম আদালতের কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিলেটে চালু হলো শ্রম আদালতের কার্যক্রম। গত ২৫ ফেব্রুয়ারি থেকে সিলেট নগরীর শাহজালাল উপশহরের শ্রম দফতরে এ আদালতে কার্যক্রম চালু হয়েছে। সিলেটে চালু হওয়ায় এখন থেকে শ্রম আইনে মামলার জন্য শ্রমিকদের আর চট্টগ্রামে যেতে হবে না। সিলেট বিভাগের শ্রমিকরা এই শ্রম আদালতে আইনি সহযোগিতা পাবেন। এর আগে গত বছরের ২৪ জুন সিলেট, রংপুর ও বরিশাল বিভাগের জন্য পৃথক তিনটি শ্রম আদালত স্থাপনের জন্য প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপর চট্টগ্রামের দ্বিতীয় শ্রম আদালতের এখতিয়ারবহিভর্‚ত হওয়ায় সিলেট অঞ্চলের কোনো মামলা গ্রহণ করা হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর