শুক্রবার, ৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

গাড়ি, ড্রাইভার ও জ্বালানি সুবিধা চান সংসদীয় কমিটির সভাপতি

স্থায়ী কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মতো সংসদীয় কমিটির সভাপতি হিসেবে গাড়ি, ড্রাইভারসহ জ্বালানি সুবিধা দাবি করেছেন সংসদীয় কমিটির সভাপতিরা। এ বিষয়ে সরকারিভাবে এনটাইটেলমেন্ট প্রদানের পদক্ষেপ নিতে মন্ত্রণালয়ের প্রতি সুপারিশও করা হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আবুল হাসান মাহমুদ আলী, আ স ম, ফিরোজ, হাফিজ আহমদ মজুমদার, র আ ম উবায়দুল  মোকতাদির চৌধুরী, দীপংকর তালুকদার, পনির উদ্দিন আহমেদ এবং মোকাব্বির খান বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান সাংবাদিকদের বলেন, সংসদীয় কমিটিগুলো সরকারের ‘ওয়াচ ডগ’ হিসেবে কাজ করে। কিন্তু তারা সংসদে অফিস ও আপ্যায়ন ভাতা ছাড়া আর কিছু পান না। এজন্য সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিকে গাড়ি ও ড্রাইভারের সঙ্গে জ্বালানি সরবরাহের জন্য এনটাইটেলমেন্ট প্রদানের সুপারিশ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর