শিরোনাম
শনিবার, ৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

পুলিশ বক্সে বোমা হামলায় কয়েক ব্যক্তি নজরদারিতে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় এখনো কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। তবে সন্দেহভাজন কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। যে কোনো সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করতে পারে তদন্তকারী সংস্থা সিএমপির কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ)। একই সঙ্গে জঙ্গি মামলায় গ্রেফতার কারাগারে আটকদেরও জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছে তদন্তকারী সংস্থা। মামলার

তদন্তকারী সংস্থা সিটিইউ উপ-কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ‘ঘটনার হোতাদের গ্রেফতার করতে পুলিশ চেষ্টা করছে। এখনো কোনো অগ্রগতি নেই। আশা করছি, দ্রুত ভালো একটা খবর দিতে পারব।’ মামলার তদন্ত-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ট্রাফিক পুলিশ বক্সে বোমা হামলায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামী স্টেট (আইএস) দায় স্বীকার করলেও তা মানতে নারাজ পুলিশ। বরং নব্য জেএমবিকে সন্দেহে রেখেই চলছে মামলার তদন্ত। এরই মধ্যে ঢাকায় নব্য জেএমবির বোমা হামলার সঙ্গে অনেক মিল রয়েছে চট্টগ্রামের বোমা হামলার। তদন্তকারী সংস্থা সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি এবং কয়েকটি মাদ্রাসাকে সামনে রেখেই তদন্ত করছে। পাশাপাশি এক ভবঘুরে এবং ঘটনার আগে পুলিশ বক্স ও ওই এলাকায় জটলা সৃষ্টিকারী ব্যক্তিদেরও খোঁজা হচ্ছে। এরই মধ্যে সন্দেহভাজন দুই ব্যক্তির অস্বাভাবিক ব্যাংক লেনদেনের খোঁজ পেয়েছে পুলিশ। তাদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। এ ছাড়া বিগত সময়ে জঙ্গি মামলায় গ্রেফতার হওয়া কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু করেছে। সিটিইউর এক কর্মকর্তা বলেন, এ ঘটনার সন্দহভাজন কয়েকজন পুলিশি নজরদারিতে রয়েছে। তাদের মধ্যে রয়েছে শিবিরের কয়েকজন নেতা এবং হরকাতুল জিহাদের কয়েকজন সাবেক নেতা। তাদের যে কোনো সময় গ্রেফতার করা হবে। গত ২৯ ফেব্রুয়ারি রাতে পাঁচলাইশ থানার ২নং গেট এলাকার ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর