শনিবার, ৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

টানা পঞ্চমবারের মতো বিশ্বসেরা এনজিও ব্র্যাক

নিজস্ব প্রতিবেদক

টানা পঞ্চমবারের মতো বিশ্বসেরা এনজিও ব্র্যাক

জেনেভাভিত্তিক স্বাধীন গণমাধ্যম সংস্থা ‘এনজিও অ্যাডভাইজার’-এর পর্যালোচনায় টানা পঞ্চমবারের মতো বিশ্বসেরা এনজিওর স্বীকৃতি পেয়েছে বাংলাদেশভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। বলিষ্ঠ নেতৃত্ব, পরিচালন কাঠামো ও পদ্ধতিগত পরিবর্তন আনয়নে এর অব্যাহত অঙ্গীকারের দরুন সংস্থাটি তার শীর্ষস্থান ধরে রেখেছে। গতকাল ব্র্যাক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ স্বীকৃতি লাভের পর এক প্রতিক্রিয়ায় ব্র্যাক গ্লোবাল বোর্ডের চেয়ারপারসন আমিরা হক বলেন, এ সম্মান পেয়ে আমরা গভীরভাবে কৃতজ্ঞ। ২০২০ সাল হচ্ছে প্রথম বছর যখন আমাদের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ আমাদের মাঝে নেই। তার উত্তরাধিকারের যোগ্য হয়ে উঠতে হবে এবং সব ধরনের শোষণ ও বৈষম্যমুক্ত পৃথিবী গড়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে- এ দৃঢ় অঙ্গীকারের স্মারক হিসেবে আমরা এ স্বীকৃতিকে গ্রহণ করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর