শনিবার, ৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

মুক্তির সংগ্রাম এখনো চলছে : এইচ টি ইমাম

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, দেশ স্বাধীন হলেও মুক্তির সংগ্রাম এখনো চলছে। তাই সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। গতকাল সন্ধ্যায় রাজধানীর বিয়াম মিলনায়তনে নবম বিসিএস ফোরাম আয়োজিত  সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও নবম বিসিএস ফোরামের সভাপতি মো.  তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে বক্তব্য  দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ড.  মোহাম্মদ সাদিক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার ড. সৈয়দ আনোয়ার হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. মোহসীন,  ফোরামের মহাসচিব কর কমিশনার সোয়ায়েব আহমেদ প্রমুখ। এইচটি ইমাম বলেন, আমি বলি বঙ্গবন্ধুকে বাঙালিরা হত্যা করেনি। এ হত্যার পেছনে ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র। মূল বক্তব্যে মো. তোফাজ্জল হোসেন মিয়া ক্ষুধা দারিদ্র্য ও শোষণমুক্ত সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যয়ে স্বাধীন দেশ উপযোগী প্রশাসন গড়ে তুলতে বঙ্গবন্ধুর বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু নানা প্রতিকূল পরিবেশে দেশ গড়তে কাজ করে  গেছেন।  ড. মোহাম্মদ সাদিক বলেন, দেশ স্বাধীন করার কারণেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, দেশের উন্নয়ন করতে হলে দুর্নীতি ও অনৈতিকতা দূর করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর