শনিবার, ৭ মার্চ, ২০২০ ০০:০০ টা
ঢাকা-১০ উপনির্বাচন

গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১০ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, সরকার পরাজিত হতে চায় না। এই পরাজিত হতে না চাওয়াটাই একটা অগণতন্ত্রিক মনোভাবের পরিচয়। সরকার ভালো করেই জানে, জনগণ যদি কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এবং ভোট যদি সঠিকভাবে গণনা করা যায় তবে সরকারের ভরাডুবি হবে। নির্বাচনী প্রচারণার ষষ্ঠদিন গতকাল বিকালে রাজধানীর সোবহানবাগে এক পথসভায় তিনি এ কথা বলেন। এর আগে তিনি সোবহানবাগ, ধানমন্ডি-৩২ নম্বর, আবাহনী মাঠসহ ধানমন্ডি এলাকায় গণসংযোগ চালান। পরে ধানমন্ডি  মেডিনোভার সামনে গিয়ে দিনের প্রচারণা শেষ করেন ধানের শীষের এ প্রার্থী।

এর আগে সকালে ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকায় প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে মতবিনিময়কালে ধানের শীষে ভোট চান শেখ রবি। তিনি বলেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে সারা দেশে লুটপাট, দুর্নীতি আর দুঃশাসনের মহোৎসব চালাচ্ছে। তারা জনগণের ভোট নিজেরা দিয়ে এমপি-মন্ত্রী হচ্ছে। লুটপাটতন্ত্র কায়েম করে দেশের অর্থনীতিকে পঙ্গু বানিয়ে দিয়েছে। জনগণ এর বদলা নেবে। ধানের শীষে ভোট দিয়ে তারা আওয়ামী দুঃশাসনের অবসান ঘটাবে। এ সময় ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহসভাপতি কাবিরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন  সৈকত, শ্রমিক দলের সভাপতি আবু কাওছারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে, ঢাকা ১০ আসনের উপনির্বাচনে ভোটারদের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু ভোটের নিশ্চয়তা চান জাতীয় পার্টির (জাপা) মনোনিত প্রার্থী হাজী মো. শাহজাহান। তিনি বলেন, ভোটারদের কেন্দ্রমুখী করতে হলে তাদের মন থেকে ভোট চুরির শঙ্কা দূর করতে হবে। গতকাল জিগাতলা গফতলা জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এরপর তিনি আশপাশের এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে জাপার শিল্প বিষয়ক সম্পাদক ইসহাক ভূইয়া, মহানগর নেতা মোস্তাইন বিল্লাহ, এমএ সাঈদ, ইস্কান্দার  মোল্লা, শাহ আলম দেওয়ান, জাকির হোসেন মল্লিক, খায়রুল আলম, আবুল হোসেনসহ বিপুলসংখ্যক  নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর