শনিবার, ৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

রডচাপায় মেট্রোরেল শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাই কোর্ট এলাকায় মেট্রোরেলের কাজ করার সময় রডচাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম সবুজ ইসলাম (২৫)। গতকাল বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় তার মৃত্যু হয়। নিহত সবুজ নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। থাকতেন পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে। ঢামেক সূত্র জানায়, গতকাল সকালে হাই কোর্ট এলাকায় রাস্তার ওপরে রড বাঁধাই করছিলেন সবুজসহ কয়েকজন শ্রমিক। এ সময় কয়েকটি রড কাত হয়ে তাদের ওপর পড়ে যায়। অন্যরা দ্রুত সরে আসতে পারলেও রডে সবুজের বুকে জোরে চাপ পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

এদিকে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের নির্মাণাধীন প্রধান ফটক ধসে ৪ শ্রমিক আহত হয়েছেন।  গতকাল বেলা ১১টায় ডিবি কার্যালয়ের প্রধান ফটকের ওপরে ছাদ ঢালাই করা হচ্ছিল। গেটটি ২৫ ফুট উঁচু ও সেন্টারিংয়ের বাঁশ জোড়া লাগানো হওয়ায় ঢালাইয়ের সময় অতিরিক্ত চাপে এবং সেন্টারিংয়ের বাঁশ ভেঙে ছাদ ধসে পড়ে। এতে ছাদের ওপরে এবং নিচে থাকা ৪ নির্মাণ শ্রমিক আহত হন। তাদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়। আহতরা হলেন- রাজমিস্ত্রী রবিউল ইসলাম (৩৫), রডমিস্ত্রি মিলন শেখ (৩৫), ঢালাই মিস্ত্রি আবদুর রশিদ (৬০) ও ইলিয়াস হোসেন (৩৫)। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহত ৪ জন এখন আশঙ্কামুক্ত। তাদের হাত-পা মাথাসহ শরীরের কিছু অংশে আঘাত লাগে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর