রবিবার, ৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

রাজশাহী জাপার কার্যালয় দখল-পাল্টা দখল

নেতৃত্বের দ্বন্দ্ব

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগর জাতীয় পার্টির (জাপা) কার্যালয় নিজেদের নিয়ন্ত্রণে রাখতে দলটির দুটি গ্রুপ মরিয়া হয়ে উঠেছে। এক গ্রুপের দেওয়া তালা ভেঙে আরেক গ্রুপের কার্যালয় দখল-পাল্টা দখলের ঘটনা ঘটছে দুই দিন ধরে। কেন্দ্রীয় কমিটির প্রতি নানা অভিযোগ তুলে রাজশাহী নগর জাপার প্রায় পাঁচ শতাধিক নেতা সম্প্রতি গণপদত্যাগ করেন। এরপর কেন্দ্র থেকে ৫১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে আহ্বায়ক করা হয় সাইফুল ইসলাম স্বপনকে। আর সদস্য সচিব করা হয় অধ্যক্ষ আবু ইউসুফ সেলিমকে। কিন্তু এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন দলটির একাংশের নেতারা। তারা শুক্রবার তালা ভেঙে নগরীর গণকপাড়ার নগর জাপা কার্যালয়ের দখল নেন। এরপর সংবাদ সম্মেলন করে ৭১ সদস্যের পাল্টা একটি কমিটি ঘোষণা করেন। এতে আহ্বায়ক করা হয় লুৎফর রহমানকে আর সদস্য সচিব হন সালাহউদ্দিন মিন্টু। এরপর গতকাল দুপুরে আবারও তালা ভেঙে কার্যালয়ের দখল নিয়েছেন কেন্দ্রের করে দেওয়া কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন ও সদস্য সচিব অধ্যক্ষ আবু ইউসুফ সেলিম। এরপর তারা দলীয় কার্যালয়ে নতুন করে তালা লাগিয়েছেন। সন্ধ্যায় তাদেরও দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করার কথা আছে। আবু ইউসুফ সেলিম বলেন, যারা পার্টি অফিসে তালা ভেঙে ঢুকেছিলেন তারা বিদ্রোহী গ্রুপ। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।

তার দাবি, যারা পাল্টা কমিটি গঠন করেছে তারা জাতীয় পার্টি ধ্বংসের পাঁয়তারা করছে। কেন্দ্রকে অবজ্ঞা করে যাকে সদস্য সচিব করা হয়েছে তাকে এর আগে তিনবার পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগের দিন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়া কমিটির সদস্য শাহীনুল ইসলাম বলেছিলেন, এখন কমিটি একটা জটিল পরিস্থিতির মধ্যে আছে। কারা যেন কমিটি নিয়ে এসেছে। কিন্তু কাগজ দেখাতে পারেনি। কেন্দ্রও বলছে না। আমরা যারা সত্যিকারের জাতীয় পার্টি করি তারা এই কমিটি করেছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর