রবিবার, ৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

স্মার্ট সিটির পথে এগোচ্ছে সিলেট

বিদ্যুতের ৪৯ কিলোমিটার তার যাচ্ছে মাটির নিচ দিয়ে

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

স্মার্ট সিটির পথে এগিয়ে যাচ্ছে সিলেট। একের পর এক নেওয়া হচ্ছে নানা প্রকল্প। বাস্তবায়ন প্রক্রিয়াও চলছে দ্রুত। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে এসব প্রকল্প। এ লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে সিলেট নগরীকে তারের জঞ্জালমুক্ত করার। ইতিমধ্যে অপসারণ করা হয়েছে হযরত শাহজালাল (রহ.) মাজার সড়কের উভয় পাশের বৈদ্যুতিক খুঁটি ও ঝুলন্ত তার। মাটির নিচ দিয়ে তার টেনে সরবরাহ করা হচ্ছে বিদ্যুৎ। এরপর থেকে ওই সড়কটি পেয়েছে নান্দনিক রূপ। বর্তমানে নগরীতে আরও প্রায় ৪৯ কিলোমিটার বৈদ্যুতিক তার মাটির নিচ দিয়ে নেওয়ার কাজ চলছে। জুন মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট নগরীর সৌন্দর্য বেড়ে যাওয়ার পাশাপাশি আধ্যাত্মিক এই নগরী ঘিরে পর্যটকদের আকর্ষণও বাড়বে বলে মনে করছেন নগরবাসী। এ ছাড়া এই প্রকল্পের ফলে বৈরী আবহাওয়ায়ও সিলেটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিলেটকে স্মার্ট সিটি বানাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের চেষ্টায় দেশের প্রথম তারবিহীন নগরী গড়ার কাজ শুরু হয় গত বছরের ফেব্রুয়ারি থেকে। প্রায় এক বছর কাজ শেষে চলতি বছরের জানুয়ারির শুরুতে হযরত শাহজালাল (রহ.) দরগাহ সড়কের উভয় পাশের বিদ্যুতের খুঁটি ও ঝুলন্ত তার অপসারণ করে চালু করা হয় ভূগর্ভস্থ সঞ্চালন লাইন। তারবিহীন এই সড়কের সৌন্দর্য গণমাধ্যম ও স্যোসাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে।  বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট অফিস সূত্রে জানা গেছে, ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প সিলেট বিভাগ’ এই প্রকল্পের আওতায় সিলেট নগরীর গুরুত্বপূর্ণ কিছু সড়ককে ঝুলন্ত তারমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। এই প্রকল্পের আওতায় দুটি প্যাকেজে বরাদ্দ হয় প্রায় ৪৯ কোটি টাকা। ইতিমধ্যে প্রকল্পের আওতাধীন আম্বরখানার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর অফিস থেকে চৌহাট্টা-জিন্দাবাজার-কোর্ট পয়েন্ট-সার্কিট হাউস পর্যন্ত রাস্তার উভয় পাশে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন টানার কাজ শেষ হয়েছে। বসানো হয়েছে ডিস্ট্রিবিউসন বক্সও। জিন্দাবাজার-জেলরোড সড়কের এক পাশের কাজ শেষ করে শুরু হয়েছে অপর পাশের কাজ। চৌহাট্টা-রিকাবিবাজার-বাগবাড়ি সড়কের এক পাশের বিদ্যুতের লাইন মাটির নিচ দিয়ে নেওয়ার কাজ শেষ হয়েছে। বর্ষা মৌসুম চলে আসায় মাটির নিচ দিয়ে সঞ্চালন লাইন টানার কাজ দ্রুত সম্পন্ন করতে চাইছে বিউবো। সঞ্চালন লাইন টেনে আগামী জুন মাসের মধ্যে প্রকল্পের আওতাধীন সব সড়ক থেকে বিদ্যুতের খুঁটি ও ঝুলন্ত তার অপসারণ করতে চায় তারা। প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হাসান জানান, সিলেট নগরীর ১৮ কিলোমিটার রাস্তায় ৪৯ কিলোমিটার বৈদ্যুতিক লাইন মাটির নিচ দিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে ৩৩, ১১ ও ৪ কেভির লাইন রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঝড়-বৃষ্টিতে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা থাকবে না। ফলে বৈরী আবহাওয়ায়ও সিলেট নগরবাসীকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দেওয়া সম্ভব হবে। এতে বিদ্যুৎ বিভাগের সংস্কার খরচও কমবে।

 

প্রকল্প পরিচালক কে এম নাজিম উদ্দিন জানান, রমজানের আগেই মাটির নিচ দিয়ে সঞ্চালন লাইন টানার কাজ শেষ হবে। এরপর বিদ্যুতের খুঁটি অপসারণ করা হবে। বিদ্যুতের খুঁটিতে ইন্টারনেট, ডিসসহ বিভিন্ন সেবাদানকারী সংস্থার তার থাকায় এ কাজ সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। তবে দ্রুততম সময়ের মধ্যেই তারা প্রকল্পের কাজ শেষ করতে চান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর