রবিবার, ৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

ঐতিহাসিক ৭ মার্চ পালিত

নিজস্ব প্রতিবেদক

নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। ভোরে ধানমন্ডি ৩২-এ, বঙ্গবন্ধু ভবনসহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৭টায় বঙ্গবন্ধু ভবনে প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলের পক্ষ থেকে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে জাতির পিতার প্রতিকৃতিতে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আমির হোসেন আমু, বেগম মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, ফারুক খান, ড. আবদুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, ড. হাছান মাহমুদ, বাহাউদ্দিন নাছিম, হাবিবুর রহমান সিরাজ, সুজিত রায় নন্দী, মির্জা আজম, আবদুস সবুর, রিয়াজুল কবির কাওছার, মোহাম্মদ সাঈদ খোকনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন। এরপর সমীর চন্দের নেতৃত্বে কৃষক লীগ, শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন নিখিলের নেতৃত্বে যুবলীগ, নাজমা আকতার ও অপু উকিলের নেতৃত্বে যুব মহিলা লীগ, সাফিয়া খাতুন ও মাহমুদা বেগম ক্রিকের নেতৃত্বে মহিলা আওয়ামী লীগ, নির্মল রঞ্জন গুহ ও আফজালুর রহমান বাবুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ, আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের নেতৃত্বে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাড়াও বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুতি কমিটির পক্ষে মো. আবদুল হাই ও সফিকুল বাহার মজুমদার টিপুসহ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ও সামাজিক-পেশাজীবী সংগঠনের নেতারা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর