সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

ইভিএমে ভোট, প্রস্তুতি নিচ্ছেন ১৬ হাজার কর্মকর্তা

চট্টগ্রাম সিটি নির্বাচন

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

এবার চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন হবে ইভিএম মেশিনে। ইতিমধ্যে ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল প্রায় চূড়ান্ত করা হয়েছে। সুষ্ঠুভাবে ইভিএমে ভোটগ্রহণের জন্য ১৬ হাজার কর্মকর্তা প্রস্তুতি নিচ্ছেন। চসিকের ৪১ ওয়ার্ডে ৭৩৫টি ভোট কেন্দ্র ও ৪ হাজার ৮৮৬টি বুথ চূড়ান্ত করা হয়েছে। আজ ৯ মার্চ থেকে ইভিএম মেশিন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসে আসতে শুরু করবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোট কেন্দ্রের জন্য প্রায় ১৬ হাজার ভোটগ্রহণ কর্মকর্তা (প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা) প্রস্তুত করছে নির্বাচন কমিশন। প্রথমবারের মতো সবকটি ভোট কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের জন্য ১১ হাজার ইভিএম মেশিন নির্বাচন কমিশন থেকে পাঠানো হচ্ছে। চসিক নির্বাচনে নগরীর ৭৩৫ কেন্দ্রের ৪ হাজার ৮৮৯ ভোটকক্ষে ১৯ লাখ ৮৭ হাজার ৮৯৪ ভোটার ভোট দেবেন। এর মধ্যে ৭৩৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৪ হাজার ৮৮৬ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ৯ হাজার ৭৭২ জন পোলিং কর্মকর্তা

নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে আরও ৫ শতাংশ বাড়তি হিসাব ধরে ১৬ হাজার ১৭২ ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল চূড়ান্ত করতে কাজ করছে নির্বাচন কমিশন। ১৮ মার্চ থেকে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে। এবার যেহেতু চসিক নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে সে জন্য ভোটারদের উদ্বুদ্ধ করা এবং  ভোটদান পদ্ধতি শিখিয়ে দিতে আগামী ২৭ মার্চ কেন্দ্রে কেন্দ্রে ইভিএমে মক ভোটিং অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, নির্বাচন কমিশন সব নির্বাচনেই ভোটগ্রহণ কর্মকর্তার একাধিক তালিকা প্রণয়ন করে থাকে। এবারও তাই করা হচ্ছে। কারণ, নির্বাচনের আগ মুহূর্তে অনেককেই দায়িত্ব থেকে সরিয়ে অন্যদের নিয়োগ করার প্রয়োজন পড়ে। ভোট কেন্দ্র ও ভোটকক্ষ অনুযায়ী ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল নির্ধারণ করেছি। এখানে বিতর্কিত কোনো কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর