সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

জি কে শামীমের জামিনে রাষ্ট্রপক্ষের গাফিলতি আছে কিনা তদন্ত হবে

------- আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

হাই কোর্টে ঠিকাদার জি কে শামীমের জামিন পাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের কোনো গাফিলতি ছিল কি না-তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘যে অস্ত্র আইনে মামলাটি হয়েছে, সেখানে সুস্পষ্ট বলা আছে, বেইলের ব্যাপারে  দুই পক্ষকে শুনতে হবে। এখানে যদি সেটার ব্যত্যয় হয়ে থাকে সেটা অত্যন্ত দুঃখজনক। আর যদি ব্যত্যয় হয়ে না থাকে তাহলে ডেপুটি এটর্নি জেনারেল কী বলেছিলেন সেটার তদন্ত করা হবে।’ রাষ্ট্রপক্ষের অগোচরে হাই কোর্ট থেকে জি কে শামীম কীভাবে জামিন পেলেন- সাংবাদিকরা তা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমি টেলিভিশন স্ক্রলে এটা দেখেছি। আমি তৎক্ষণাত এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল সাহেবকে বলেছি যে, কেন রাষ্ট্রপক্ষ ব্যাপারটি জানতো না এবং যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের কোনো গাফিলতি রয়েছে কিনা- তা খতিয়ে দেখার জন্য।’

 তিনি আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এ ব্যাপারে আপিল বিভাগে আপিল করার জন্য। কিন্তু এখন আমি শুনলাম যে অলরেডি জামিন বাতিল হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর