সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

ঢাকার স্টাইলে ভোট করতে দেবে না বিএনপি : খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ঢাকার স্টাইলে ভোট করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বিকালে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। মেয়র প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, কেন্দ্রীয় বিএনপি নেতা এম নাজিম উদ্দিন, রোজি কবির, জাফরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, আবুল হাসেম বক্কর প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, ‘ঢাকার স্টাইলে নির্বাচন করার যে পরিকল্পনা করা হচ্ছে তা এখানে হতে দেওয়া হবে না। জনগণকে নিয়ে সরকারের নীলনকশা প্রতিহত করা হবে। বিএনপির পক্ষে জনগণ আছে। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির প্রার্থী বিজয়ী হবে। ঢাকার স্টাইলে নির্বাচন ঠেকাতে কেন্দ্র পাহারা দেবে বিএনপি নেতা-কর্মীরা।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চট্টগ্রাম সার্কিট হাউসে নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন বলে দাবি করেছেন আমীর খসরু। তিনি বলেন, ‘একজন মন্ত্রী কীভাবে দলীয় নেতা-কর্মীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করতে পারেন। তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন।’ দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে খসরু বলেন, ‘নেতা-কর্মীদের নির্বাচনী কাজ যেন প্রধান নির্বাচনী কেন্দ্রভিত্তিক না হয়। সবাইকে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে দলীয় প্রার্থীর জন্য কাজ করতে হবে। পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর হয়ে কাজ করতে হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর