সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

সাত মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

মানব পাচারবিষয়ক অপরাধের দ্রুত বিচারের জন্য সাত বিভাগে গঠিত মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে জেলা জজ পদমর্যাদার সাতজন বিচারককে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট ও বরিশালে গঠিত এসব ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। মন্ত্রণালয়েল জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য জানান।

আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১)শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মো. লিয়াকত আলী মোল্লাকে রাজশাহী, কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এম এ আউয়ালকে খুলনা, কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. নূর ইসলামকে রংপুর, ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. সাইফুর রহমানকে সিলেটের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জান্নাতুল ফেরদৌস চট্টগ্রাম, ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কাজী আবদুল হান্নান ঢাকায় এবং ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) মো. মঞ্জুরুল হোসেন বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। অন্যদিকে, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক এস এম জিয়াউর রহমানকে চাঁদপুরের জেলা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর