সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্সের ৭ কর্মকর্তাকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রীয় মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) সাবেক প্রধান নির্বাহী এস এম ফরমানুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে প্রতিষ্ঠানটির সাত কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন। গতকাল দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির সহকারী পরিচালক সাইফুল ইসলামের সই করা তলবি নোটিসে তাদের ১৯ ও ২৩ মার্চ হাজির হতে বলা হয়েছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। যাদের তলব করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন বিআইএফএফএলের চিফ অপারেটিং অফিসার সগীর হোসেন খান, চিফ ফাইন্যাসিয়াল অফিসার মাশরুনা এ চৌধুরী, ইউনিট হেড (ট্রেজারি) নিসারুল কবীর সিদ্দিকী, ইউনিট হেড (আইটি অ্যান্ড এমআইএস) মো. মোহাবুল আলম। তাদের আগামী ১৯ মার্চ হাজির হতে বলা হয়েছে। অন্যরা হলেন সিনিয়র অফিসার (অর্থ ও হিসাব) সালাউদ্দিন কাদের চৌধুরী, সিনিয়র সহকারী অফিসার মোহাম্মদ হোসেন এবং অফিসার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মোহাম্মদ শাহজাহান। তাদের ২৩ মার্চ তলব করা হয়। ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।  বিআইএফএলের সাবেক এ প্রধান নির্বাহী কর্মকর্তার বিদেশ গমনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফরমানুল ইসলাম সরকারি দায়িত্ব পালনকালে ‘ক্ষমতার অপব্যবহার ও বিধি লঙ্ঘন করে, সরকারি অর্থ আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং আত্মসাৎ করা অর্থ বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ পাওয়ার পর কমিশন বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর