সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

পাপিয়াদের কারণে নারীর ক্ষমতায়ন অর্থহীন হয়ে যাবে : নাসিম

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে নারীর ক্ষমতায়ন হয়েছে, তা অভাবনীয়। তিনি আছেন বলেই নারীদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়েছেন। তবে নারীর ক্ষমতাকে যথেচ্ছা ব্যবহার করা নয়। নারীর ক্ষমতায়ন অবশ্যই চাই। কিন্তু পাপিয়ার মতো কোনো দুর্বৃত্তের জন্ম যেন আর না হয়, সেটাও চাই। তাহলে নারীর ক্ষমতায়ন অর্থহীন হয়ে যাবে। জাতীয় প্রেস ক্লাবে গতকাল আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আলোচনার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, সংগীতশিল্পী রফিকুল আলম, চিত্রনায়িকা মৌসুমী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন শফিক প্রমুখ। মরহুম আবদুল জলিলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, তিনি ছিলেন অমায়িক মানুষ, দলের জন্য নিবেদিত প্রাণ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর