মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনা আতঙ্কে ডুবেছে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক

করোনা আতঙ্কে ডুবেছে শেয়ারবাজার

বাংলাদেশে করোনাভাইরাস রোগী থাকার তথ্য প্রকাশের পর গতকাল ভয়াবহ ধসের মুখে পড়ে শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) একদিনে ২৭৯ পয়েন্ট কমেছে। আর একদিনেই মূলধন কমেছে ১৭ হাজার ২৯১ কোটি টাকার। বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাবে আর্থিক খাতে প্রভাব পড়লেও এতদিন ঢাকায় তেমন প্রভাব দেখা যায়নি। ডিএসইতে গত সাত বছরের এটাই সর্বোচ্চ দরপতনের ঘটনা। সূচকের এই পতনে মাত্র দুটি কোম্পানি বাদে সবগুলো প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। বাজার লেনদেনে দেখা গেছে, গতকাল লেনদেনের শুরু থেকেই সূচকের একটানা পতন হয়েছে। প্রথম ৬ মিনিটেই সূচক ডিএসইএক্স  ১০০ পয়েন্ট কমে যায়। মাত্র এক ঘণ্টার ব্যবধানে উধাও হয়ে যায় ২০০ পয়েন্ট। লেনদেন শেষে সূচকটি ২৭৯ পয়েন্ট কমে ৪ হাজার ৮ পয়েন্টে নেমে আসে। ডিএসইর এই সূচক ২০১৩ সালে চালুর পর এটাই সর্বোচ্চ পতন। দ্বিতীয় সর্বোচ্চ পতন হয়েছে ২০১৩ সালের ৩ মার্চ। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে ২টির দর বেড়েছে। দর কমেছে ৩৫২টির এবং ১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। এদিকে ডিএসইর বাজার মূলধন ১৭ হাজার ২৯১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা কমেছে। আগের দিন বাজার মূলধন ছিল ৩ লাখ ৩১ হাজার ৫১০ কোটি ৬৪ লাখ ৭১ হাজার টাকায়। কমে হয়েছে ৩ লাখ ১৪ হাজার ২১৯ কোটি ২৫ লাখ ৮৯ হাজার টাকা। ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯৯ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। সবচেয়ে বেশি ১৫ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১৩  কোটি ৫৩ লাখ টাকার গ্রামীণফোনের এবং তৃতীয় সর্বোচ্চ ১১  কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের। ডিএসইতে গতকাল শীর্ষ দশে লেনদেন থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সামিট পাওয়ার, সি পার্ল, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ব্যাংক এশিয়া, ভিএফএস থ্রেড ডাইং এবং ওরিয়ন ফার্মা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গতকাল ৭৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৩২৯ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪টির, কমেছে ২৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির। সিএসইতে ৭০  কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর