মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০ ০০:০০ টা

হাজতখানা থেকে পালাল আসামি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর আদালতের হাজতখানার সামনে থেকে অস্ত্র মামলার এক আসামি পালিয়েছে। গতকাল সকালে অস্ত্র মামলায় আদালতে হাজিরা দিতে এসে শাহীন আলম সবুজ (৩৫) নামে ওই আসামি কৌশলে পালিয়ে যায়। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার চরটেকিপাড়া এলাকার আবদুস সালামের ছেলে। পালিয়ে যাওয়া আসামি ধরতে এরই মধ্যে অভিযানে নেমেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক মো. আতিকুর রহমান জানান, হাজিরা দিতে সোমবার সকালে কাশিমপুর কারাগার থেকে ২৩ জন এবং গাজীপুর জেলা কারাগার থেকে ২৭ জনসহ মোট ৫০ আসামি একটি প্রিজন ভ্যানে করে আদালতে নিচ্ছিলেন পুলিশ। পরে ভ্যান থেকে হাতকড়া পরা অবস্থায় একত্রে সবাইকে নামিয়ে হাজতে নেওয়ার সময় ভিড়ের মধ্যে কৌশলে আসামি সবুজ হাতকড়া খুলে পালিয়ে যায়।   হাজতে নেওয়ার পর অন্য আসামি গণনাকালে একজন আসামি পাওয়া যায়নি। পরে খোঁজ নিয়ে দেখা গেছে আসামিদের মধ্যে সবুজ নেই। এরপর পুলিশ তার সন্ধানে পুরো এলাকায় অভিযান শুরু করে। গতকাল বিকাল পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় আসামি পলায়নের একটি মামলা করা হয়।

পুলিশ জানায়, অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ২০০৯ সালের নভেম্বরে সবুজকে গ্রেফতার করে গাজীপুরের তৎকালীন জয়দেবপুর থানা পুলিশ। ওই ঘটনায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা হয়। পালিয়ে যাওয়া সবুজের বিরুদ্ধে লাকসাম রেলওয়ে থানায় ২০১১ সালে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাসহ ২০১৫ সালে রেলওয়ে থানার আরও একটি মামলা রয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. বাহারুল ইসলাম জানান, আসামি সবুজকে গত বছরের ২২ অক্টোবর গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তরিত করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন জানান, ঘটনা তদন্তে সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মো. আহসান হাবীবকে প্রধান করে এক সদস্যের একটি কমিটি করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর