মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনা থেকে রক্ষায় পীর চরমোনাই ও ফরীদ উদ্দীন মাসঊদের পরামর্শ

প্রতিদিন ডেস্ক

করোনাভাইরাসকে আল্লাহর গজব উল্লেখ করে তা থেকে রক্ষায় দেশবাসীকে তওবা ইস্তেগফার করার আহ্‌বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। অন্যদিকে সতর্ক থেকে আল্লাহর নাম জপলেই তা থেকে মুক্তি পাওয়ার আশা করছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শায়খুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। গতকাল গণমাধ্যমে পাঠানো আলাদা বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে পীর চরমোনাই বলেন, ভয়াবহ করোনাভাইরাস থেকে দেশের মানুষকে যেন আল্লাহ হেফাজত করেন এজন্য সবাইকে বেশি বেশি তওবা ইস্তেগফার এবং মসজিদে মসজিদে দোয়া করতে হবে। তিনি বলেন, জাতি যখন সীমাহীন পাপাচারে লিপ্ত এবং আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হয়, তখন আসমান থেকে যুগে যুগে আল্লাহ তায়ালা গজব দিয়ে জাতিকে হুঁশিয়ার করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ বলেছেন, ‘জলে ও স্থলে যত বিপর্যয় তা, মানুষের অর্জিত ফল’ কাজেই এ থেকে রক্ষায় বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। এদিকে, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, আমরা আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছি। করোনা আল্লাহর একটি গজব। এ থেকে বাঁচার জন্য আমাদের যেমন সতর্ক থাকতে হবে তেমনি আল্লাহর নামও জপতে হবে। তিনি আরও বলেন, করোনা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া কেবল ভাইরাস নয়, নাফরমানির কারণে অনেক বড় গজবও। এ থেকে রক্ষার একমাত্র উপায় হলো মানুষকে আল্লাহমুখী হওয়া। আল্লাহর কাছে ছুটে আসা। রোনাজারি করা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর