মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০ ০০:০০ টা

এক বছর সাজায় চার বছর ধরে জেলে

দ্রুত মুক্তির নির্দেশ হাই কোর্টের

নিজস্ব প্রতিবেদক

চেক বাউন্সের মামলায় এক বছরের সাজা হলেও দীর্ঘ চারবছর ধরে কারাগারে থাকা মুন্সীগঞ্জের কোলাপাড়া গ্রামের রেজাউল কবির সুইটকে দ্রুত মুক্তির নির্দেশ দিয়েছে হাই কোর্ট। একই সঙ্গে আগামী ৩০ এপ্রিল এ মামলার নিম্ন আদালতের নথি তলব করেছে আদালত। এক আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে সুইটের রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তার সঙ্গে ছিলেন আইনজীবী আসাদ উদ্দিন। মামলা সূত্রে জানা গেছে, চেক বাউন্সের মামলায় ২০১৫ সালের ৫ আগস্ট মুন্সীগঞ্জের কোলাপাড়া গ্রামের রেজাউল কবির সুইট গ্রেফতার হন। এরপর ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর নিম্ন আদালত তাকে পলাতক দেখিয়ে ১ বছরের সাজা প্রদান করে। অথচ ২০১৫ সালের ৫ আগস্ট গ্রেফতার হওয়ার পর থেকে কখনোই তিনি জামিনে মুক্তি হতে পারেননি। তাই ২০১৯ সালের ৬ আগস্ট তিনি জেল কর্তৃপক্ষের মাধ্যমে আদালত বরাবর একটি চিঠি দেন। আদালত এই চিঠির বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় হাই কোর্টে রিট করেন সুইট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর