মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০ ০০:০০ টা

স্ত্রী নির্যাতনে তিতুমীর কলেজ শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেনকে নারী নির্যাতনের অভিযোগে করা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গত ২০ ফেব্রুয়ারি শারীরিক নির্যাতনের অভিযোগে তার স্ত্রী রওশন আরা লিনার অভিযোগের পরিপ্রেক্ষিতে কলাবাগান থানা পুলিশ গত সোমবার তাকে গ্রেফতার করে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরে অফিসার হিসেবে কর্মরত ভুক্তভোগী লিনা জানান, যৌতুকের জন্য দীর্ঘদিন ধরেই জাকির শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। তাদের ঘরে  ১৪ বছরের এক কন্যাসন্তান রয়েছে। কিন্তু পুত্রসন্তান না হওয়ার কারণে প্রায়ই বেধড়ক মারধর, গালিগালাজসহ নির্যাতন করেন। সর্বশেষ গত ১৪ ফেব্রুয়ারি কলাবাগানের নর্থ রোডের বাসায় তার স্বামী বেধড়ক মারধর করে তাকে ফেলে রাখেন। পরবর্তীতে জাকির হোসেন আত্মগোপন করেন। পরের দিন লিনা ডাক্তারের কাছে চিকিৎসা গ্রহণ করেন।

পরে সুস্থ হয়ে তিনি জাকিরের বিরুদ্ধে মামলা করেন।কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র জানান, সরকারি তিতুমীর কলেজের সহকারী অধ্যাপক মো. জাকির হোসেনকে তার স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন মামলায় গ্রেফতার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর