বুধবার, ১১ মার্চ, ২০২০ ০০:০০ টা

মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে এমপি শিখরের মামলা

নিজস্ব প্রতিবেদক

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও প্রতিবেদক আল-আমিনসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা করেছেন মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখর। রাজধানীর শেরেবাংলানগর থানায় দায়ের করা এ মামলায় মতিউর রহমান চৌধুরীকে মানবজমিনের সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। বাকি ৩০ জনের পরিচয় অজ্ঞাত উল্লেখ করে তাদের ফেসবুক আইডির লিংক দেওয়া হয়েছে মামলার বিবরণীতে। এমপি শিখর এজাহারে উল্লেখ করেন, মতিউর রহমান চৌধুরীর নির্দেশে আল-আমিন নামে একজন প্রতিবেদক ‘পাপিয়ার মুখে আমলা, এমপি, ব্যবসায়ীসহ ৩০ জনের নাম’ শীর্ষক সংবাদ পরিবেশন করেন। এতে ইঙ্গিতপূর্ণ সংবাদ পরিবেশন ও কিছুসংখ্যক সংসদ সদস্যের তালিকা প্রকাশ করা হয়। তবে মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, এমপি শিখরের নাম উল্লেখ করে কোনো সংবাদ পরিবেশন করা হয়নি। তিনি কী কারণে মামলা করলেন, তা বোধগম্য নয়। শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী জানান, সোমবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের হয়েছে। মামলায় মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখর উল্লেখ করেছেন, তার বিরুদ্ধে অনলাইন মাধ্যমে মিথ্যা ও অসত্য সংবাদ প্রকাশ করায় তার মানহানি হয়েছে।

এজন্য তিনি থানায় মামলা করেছেন। পুলিশ এরই মধ্যে মামলার তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।

অভিযোগে আরও বলা হয়, এ সংবাদ প্রকাশের পর মামলায় অজ্ঞাত হিসেবে উল্লেখ করা বাকি ৩০ জন ওই সংবাদসহ ২৫ থেকে ৩০ জনের একটি তালিকা প্রচার ও শেয়ার করে যাচ্ছে। এ তালিকায় তার নিজের নামও দেখতে পান এমপি শিখর। এ তালিকায় নাম অন্তর্ভুক্তির মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও অপমান-অপদস্থ করা হয়েছে এবং সুনাম ক্ষুণœ করা হয়েছে অভিযোগ করে মামলাটি দায়ের করেছেন বলে উল্লেখ করেন শিখর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর