বুধবার, ১১ মার্চ, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও দলটির নেতাদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগে এনেছে চট্টগ্রাম নাগরিক ঐক্য পরিষদ। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম নাগরিক ঐক্য পরিষদের সদস্যসচিব প্রফেসর   নছরুল কাদির এ অভিযাগ করেন। চট্টগ্রাম নাগরিক ঐক্য পরিষদ বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের হয়ে নির্বাচন পরিচালনা করছে। সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘নাগরিক ঐক্য পরিষদের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ নাগরিক ঐক্য পরিষদ আহ্বায়ক একরামুল করিম বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের মেয়র প্রার্থী আচরণবিধি ভঙ্গ করেছেন। আমরা কমিশনে অভিযোগ দিয়েছি। কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।’ অভিযোগে বলা হয়, ৯ মার্চ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে।

 এতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চেয়ারম্যান ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনকে সদস্যসচিব করা হয়। এ ছাড়া চট্টগ্রাম সার্কিট হাউসে ওবায়দুল কাদের কমিটি গঠন প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করেছেন। কমিটিতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে সদস্য করা হয়েছে। নির্বাচনী কাজে সরকারি গাড়ি ও জাতীয় সম্পদ সার্কিট হাউস ব্যবহার করা হয়েছে; যা আচরণবিধির লঙ্ঘন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর