বুধবার, ১১ মার্চ, ২০২০ ০০:০০ টা

ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার

করোনা আতঙ্ক কেটে গেছে

নিজস্ব প্রতিবেদক

করোনার আতঙ্কে ভয়াবহ ধসের পর ঘুরে দাঁড়িয়েছে দেশের দুই শেয়ারবাজার। আগের দিন ২৮০ পয়েন্ট পতনের পর গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৪৮ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৪৩ পয়েন্ট বেড়েছে। এদিকে বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে ডিএসই কর্তৃপক্ষ তালিকাভুক্ত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে শেয়ারবাজারে বিনিয়োগের নানা দিক নিয়ে আলোচনা করেছেন তারা। অপরদিকে, শেয়ারবাজারে বিনিয়োগের জন্য আরও ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে সোনালী ব্যাংক। জানা গেছে, রবিবার বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী থাকার তথ্য প্রকাশের পরদিন সোমবার ভয়াবহ ধসের মুখে পড়ে শেয়ারবাজার। প্রায় আট বছরের বেশি সময়ের ব্যবধানে সূচকের সর্বোচ্চ পতন ঘটে। দিন শেষে সোমবার ডিএসইএক্স সূচকটি ২৮০ পয়েন্ট কয়ে যায়। ৯৯ শতাংশ শেয়ারের দাম কমায় এক দিনে বাজার মূলধন কমে ১৭ হাজার ২৯১ কোটি টাকা। এর আগের দিনও সূচকটি ৯৭ পয়েন্ট কমে। পরিস্থিতি মোকাবিলায় তালিকাভুক্ত ব্যাংক এমডিদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর নিকুঞ্জে ডিএসইর কার্যালয়ে গতকাল এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ডিএসইর এমডি কাজী সানাউল হক সাংবাদিকদের বলেন, ব্যাংকের এমডিদের সঙ্গে ইতিবাচক বৈঠক হয়েছে। আমরা তাদের শেয়ারবাজারকে সহযোগিতা দিতে বলেছি। একই সঙ্গে বিনিয়োগ করার ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে, তা জানানোর জন্য বলা হয়েছে। যা বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধান করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোকে শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ করে দেয়। ব্যাংকের এমডিদের বিনিয়োগের আহ্বান করেছি। তারাও বিনিয়োগে আন্তরিক। শেয়ারবাজারে দ্রুত ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছি। বাজার চাঙ্গা করতে ২০০ কোটি টাকার তহবিল : সোনালী ব্যাংক শেয়ারবাজারে বিনিয়োগের জন্য আরও ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে। গতকাল ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে এ তহবিল গঠন করেছে।

বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর