বুধবার, ১১ মার্চ, ২০২০ ০০:০০ টা

শিল্পকলায় ‘দমের মাদার’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় ‘দমের মাদার’

নাট্যম রেপার্টরি শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করল দলটির নিয়মিত প্রযোজনার নাটক ‘দমের মাদার’।

গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় এই নাটকটি।

সাধনা আহমেদ রচিত এ নাটকের নির্দেশনায় ছিলেন আইরিন পারভীন লোপা।

যুগে যুগে নারী তার গর্ভে ধারণ করে পুরুষকে। আর সেই পুরুষই ধর্মের দোহাই দিয়ে বারবার বন্দী করেছে নারীকে। পুরুষশাসিত সমাজ নারীকে তার প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হয়। নর আর নারী নয়, সত্যের সাধনই দমের মাদার-এর মূল লক্ষ্য। এই বিষয়কে উপজীব্য করেই এগিয়ে যায় নাটকটির কাহিনি।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-শিশির রহমান, শুভাশীষ দত্ত তন্ময়, পারভীন আখতার পারু, শামীমা আক্তার মুক্তা, ফজলে রাব্বি সুকর্ণ, দেলোয়ার হোসেন উজ্জ্বল,            জান্নাতুল ফেরদৌস হ্যাপি, তাহমিনা খানম, মনোহর দাস, অমিতাভ রাজীব প্রমুখ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর