শিরোনাম
বুধবার, ১১ মার্চ, ২০২০ ০০:০০ টা
সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ

আশুলিয়া ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন মতবরের বিরুদ্ধে থাকা সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে একাধিক সরকারি প্রকল্প থেকে   অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। দুদক সূত্র  এসব তথ্য নিশ্চিত করেছে। দুদকের নির্ভরযোগ্য সূত্র জানায়, আশুলিয়া ইউপি চেয়ারম্যানের দুর্নীতি তদন্তে এরই মধ্যে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়েছে সংস্থাটি। এরপর ৯ মার্চ দায়িত্বপ্রাপ্ত অনুসন্ধান কর্মকর্তা সৈয়দ তাহসিনুল হক স্বাক্ষরিত এক চিঠিতে অভিযোগ অনুসন্ধানের স্বার্থে প্রয়োজনীয় নথিপত্র তলব করা হয়েছে। আগামী ১৮ মার্চের মধ্যে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এসব নথি অনুসন্ধান কর্মকর্তা বরাবর প্রেরণ করতে বলা হয়েছে। তলবকৃত নথিপত্রের মধ্যে রয়েছে, সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়ন পরিষদের অধীন ভূমি হস্তান্তর কর ০১ শতাংশ সরকারি অর্থ বাবদ ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত সময় ওই ইউনিয়ন পরিষদের নামে মোট মাসভিত্তিক আয়ের বিবরণী এবং ওই ইউনিয়ন পরিষদ বরাবর ছাড়করণের নোটশিটসহ আনুষঙ্গিক যাবতীয় কাগজপত্রের ফটোকপি। ওই আয় থেকে ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক বিভিন্ন অনুমোদিত প্রকল্পের নামের তালিকা, বরাদ্দপত্র, প্রি-ওয়ার্ক, মাস্টাররোল, এমবি অনুমোদিত প্রকল্প বাস্তবায়ন কমিটি, প্রকল্প সমাপ্ত প্রতিবেদন, নোটশিটসহ আনুষঙ্গিক কাগজপত্রের ফটোকপি। এ ছাড়া ওই বরাদ্দকৃত অর্থের প্রকল্পে কোনো অনিয়ম হয়ে থাকলে এর তদন্ত প্রতিবেদনের কপিগুলো চেয়েছে দুদক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর